Success of Ghatail Cantonment Public School and College (Part 1). LEARN ICT

LEARN ICT                                                                LEARN ICT


ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সফলতা  পর্ব-১

রানা শিকদার


ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ থেকে 2019 সালে এইচ এস সি পাশ করে ঘাটাইল দক্ষিণ পাড়া গ্রামের রানা শিকদার। সে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। সে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি  যুদ্ধে ভাল ফলাফল করে। জেনে খুশি হওয়ার মত কথা হলো সে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটে ৮ম অবস্থান করে। বর্তমানে সে হিসাববিজ্ঞান বিষয়ে  2019-2020 শেসনে অধ্যয়ন করছে। 


No comments

Powered by Blogger.