How to use MS Word 2007 (Learn ICT)

Learn ICT                           Learn ICT                          Learn ICT

How to proper use Microsoft word 2007



মাইক্রোসফট ওয়ার্ড 2007 ব্যবহার করে কোন ফাইল ওপেন করে সেখানে বিভিন্ন তথ্য লেখালেখি করতে পারবে। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বর্তমান সময়ে আমাদের চার পাশের সকল কাজকর্ম সম্পন্ন হচ্ছে। ওয়ার্ড 2007 ব্যবহার করে নতুন ফাইল কিভাবে খুলতে হয়ে তা আলোচনা করা হয়েছে। যাতে করে সকল ছাত্রছাত্রী সহজ করে নতুন ফাইল ওপেন করে লেখালেখি করে সংরক্ষণ করতে পারবে। ফাইলের মধ্যে কিভাবে নতুন টেবিল সংযোজন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। কিভাবে নতুন ছবি সংযোজন করা যায় তা নিয়েও বর্ণনা রয়েছে।ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখির সাজ সজ্জার বিষয়ও আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানা এবং বাস্তবতায় কিভাবে কাজ করতে হয় তা  উপরের  ভিডিও তে রয়েছে। তাই ভিডিও দেখে বুঝার জন্য বলা হলো।

No comments

Powered by Blogger.